Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Login

Register Now

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.Morbi adipiscing gravdio, sit amet suscipit risus ultrices eu.Fusce viverra neque at purus laoreet consequa.Vivamus vulputate posuere nisl quis consequat.

IoT Device Attack কি এবং কি ধরনের ক্ষতি হতে পারে??

IoT Device Attack কি এবং কি ধরনের ক্ষতি হতে পারে??

আজকে আমরা জানবো IoT Device Attack নিয়ে।

শুরুতে জেনে নিই IoT Devices কি এবং কোন গুলো?

IoT বা Internet of Things Devices গুলো হলো এমন ডিভাইস যা Computers, Laptops, Smartphones জাতীয় ডিভাইস গুলোর সাথে ইন্টারনেট সম্প্রসারনের মাধ্যমে সংযুক্ত হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকে।

কিছু IoT Device হলো

1) Google Home Voice Controller

2) Amazon Echo Plus Voice Controller

3) Amazon Dash Button

4) Doorbell Cam

5) Smart Lock

6) Kuri Mobile Robot

7) Belkin WeMo Smart Light Switch

8) Footbot Air Quality Monitor

9) Flow by Plume Labs Air Pollution Monitor

10) Nest Smoke Alarm

11) Nest T3021US Learning Thermostat Easy Temperature Control

12) Philips Hue Bulbs and Lighting System

13) Bitdefender BOX IoT Security Solution

14) Ring Doorbell

15) WeMo Insight Smart Plug

16) Logitech Harmony Universal Remote

17) Particle Photon Wi-Fi with Headers

18) NETGEAR Orbi Ultra-Performance Whole Home Mesh Wi-Fi System

২০২১ এ IoT Device গুলির জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে হ্যাকাররা মূল্যবান তথ্যের জন্য এই ডিভাইসগুলি কাজে লাগাতে চাইছে।

হ্যাকাররা IoT Device টার্গেট করার একাধিক কারণ রয়েছে।

তার মধ্যে অন্যতম কারন হলো, বেশিরভাগ IoT Device এ যথাযথ সুরক্ষা ব্যবস্থা বা Security System Install করার জন্য পর্যাপ্ত Storage নেই।

এই ডিভাইসগুলি সাধারনত প্রাইভেট নেটওয়ার্ক প্রটোকল (LAN,WAN or Hotspot) ব্যবহারের মাধ্যমে Computers, Laptops, Smartphones ইত্যাদি ডিভাইস কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে।

IoT Device ও নিয়ন্ত্রকারী ডিভাইস (User Device) যখন কানেক্টেড থাকে তখন IoT Device গুলোর দুর্বল সিকিউরিটির সুযোগ নিয়ে IoT Device গুলো দিয়ে নিয়ন্ত্রনকারী ডিভাইস (Computers, Laptops, Smartphones ইত্যাদি) এর Access পেয়ে যায়।

হ্যাকারদের সবচেয়ে বড় সুবিধা হলো যেহেতু IoT Device ইন্টারনেট দ্বারা সংযুক্ত থাকে তাই যেমন ব্যবহারী Worldwide এটি কন্ট্রোল করতে পারে তেমনি হ্যাকার ও বিশ্বের যেকোন প্রান্ত থেকে অবৈধভাবে Access নিয়ে IoT Device গুলোকে নিয়ন্ত্রন করতে পারে।

এই আক্রমনে কী ধরনের ক্ষতি হতে পারে?

এই ধরনের অ্যাটাকের মাধ্যমে মারাত্মক লেভেলের ক্ষতি সাধন হয়। মনিটরিং ভিডিও ও ভয়েজ রেকর্ড সংগ্রহ, নেটওয়ার্ক সিস্টেম হ্যাক করে সমস্ত ডাটা চুরি,নেটওয়ার্কে সংযুক্ত অন্যান্য ডিভাইসে ম্যালওয়ার ছড়িয়ে দেয়া ইত্যাদ।

Copyright: Web Exorcist Network

You have not activated the Wp-Theme yet or your License is invalid, Please buy a valid license and enter it in the theme license page.

Leave a reply

By commenting, you agree to the Terms of Service and Privacy Policy.